ক) সকল ইউনিয়নের ওয়ার্ড/ইউনিট পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী(এফডবিস্নউএ)এর মাধ্যমে প্রতি বাড়ীতে এবং কমিউনিটি ক্লিনিক হতে জন্মনিয়নত্রন সামগ্রী বিতরণ এবং মা ও শিশু স্বাস্থ্যের প্রাথমিক সেবা প্রদান করা হয় ।
(খ) ইউনিয়ন পর্যায়ে H&FWC তে FWV গণ মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান করেন।
(গ) উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, পত্নীতলা, নওগাঁ এর এমসিএইচ ইউনিটে সপ্তাহে দুই দিন (সরকারী ছুটি ব্যাতিত) সোমবার ও বৃহষ্পতিবার স্বায়ী পদ্ধতি (পুরম্নষ ও মহিলা বন্ধাকরণ)এবং ইমপস্ন্যান্ট সেবা প্রদান করা হয় এবং প্রতিদিন মা ও শিশু স্বাস্থ্য ও সাধারণ রোগীদের সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস