মহান স্বাধীনতা আন্দোলনে আকবরপুর ইউনিয়নের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সত্যিকার অভিব্যক্তি ঘটে ২৫ ও ২৬ মার্চ। ফলশ্রুতিতে শুরু হয় আমাদের মুক্তির সংগ্রাম। পাকসেনারা মুক্তিযুদ্ধকে প্রতিহত করতে দেশের বিভিন্ন স্থানে মিলিটারী ক্যাম্প স্থাপন করে। তার অংশ হিসেবে তারা আকবরপুর ইউপিতে ক্যাম্প স্থাপন করে। এখানকার অনেকগুলি গ্রামে তারা অত্যাচার ও লুটপাত করেছে, আগুন দিয়ে বাড়ী পুরিয়েছে। মানুষের প্রতি মানুষের যে বেপোরোয়া অত্যাচার তার নজিরবীহিন ইতিহাস পাকসেনারা এখানে সৃস্টি করেছিল। এদের প্রতিহত করতে মহাদেবপুর দামাল ছেলেরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। উপজেলা বিভিন্ন স্থানে পাক বাহিনীর সাথে তাদের বড় বড় সংঘর্ষ হয়। এবং মুক্তিযুদ্ধের পুরো নয় মাস বীরমুক্তিযোদ্ধাগণ সমগ্র উপজেলাকে নিজ নিজ অংশে ভাগ করে নিয়ে পাক সেনাদের প্রতিহত করেছে এবং স্বাধীনতা আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছে। উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকা নিম্নরূপঃ
ক্রঃ নং |
নাম |
পিতার নাম |
গ্রাম |
ইউনিয়ন |
০১ |
মো: শফিউদ্দীন |
মৃত. খাজর মন্ডল |
চান্দইল দিঘীর পাহাড় | আকবরপুর |
০২ |
মো: আবু তাহের সরদার |
মৃত. মজিদ মাষ্টার | মান্দাইন | আকবরপুর |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS