উক্ত বিদ্যালয় টি ৪ নং আকবরপুর ইউপির ১ নং ওয়ার্ডের মধইল বাজারে অবস্থিত। আশপাশের প্রায় ৩/৪ কি: মি: এলাকা জুড়ে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় এলাকার ছোট কচি কাচাদের এটিই বিদ্যা অর্জনের ব্যবস্থা। এলাকার অনেক শিক্ষিত ব্যব্তিই এ প্রতিষ্ঠান থেকে বিদ্যাঅর্জন করে শিক্ষা্র চরম শিখরে পৌছেচে। বিদ্যালয়টি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
যোগাযোগের : উপজেলা সদর থেকে ১০ কি:মি: পম্চিমে মধইল। মধইল রোড থেকে ৫০ গজ দক্ষিনে মধইল সরকারী প্রথমিক বিদ্যালয় ।
মাধ্যম: বাস,অটোরিক্সা ভ্যান ইত্যাদি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS